বর্তমানে বাজারে Nothing ফোনের নতুন মুখ Nothing phone 3A. ফোনটির রয়েছে কিছু আকর্ষণীয় feature এবং কিছু সীমাবদ্ধতা।আজকে সেটাই আলোচনা করব।
Nothing phone 3A তে থাকছে 6.77 inch এমোলেড ডিসপ্লে। মজার ব্যাপার হচ্ছে এই display তে 1B কালার সাপোর্ট করছে।এছাড়াও ২১৬০ হার্জ এর PWM থাকছে। আর screen টু body রেশিও থাকছে 88%.Display resolution হচ্ছে 1080×2400 Pixel এবং pixel density হচ্ছে 387 PPI.আর এই ডিসপ্লে protection করবে পান্ডা গ্লাস।
Nothing phone 3A এর ওজন প্রায় ২১১ গ্রাম। ফোনটির thickness 8.4 mm.ব্যাকসাইডে গ্লাস ও ফ্রেমে প্লাস্টিক থাকছে। দুটি ন্যানো সিম কার্ড স্লট সহ একটি ইসিম সাপোর্ট করে।তবে ফোনটিতে কোনো HD কার্ড slot নেই।
ধুলোবালি ও পানি থেকে রক্ষা করার জন্য IP রেটিং হচ্ছে 64. যদিও এখানে ip রেটিং হিসেবে 68 অথবা 69 হলে খুব ভালো হতো বলে মনে হয়।company বলছে এই ফোনে ৩ বছর অবধি Android এর মেজর আপডেট গুলো আসবে।
ফোনটির চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম snapdragon 7s gen 3.মূলত তিনটি Ram Rom ভেরিয়েন্ট এ পাওয়া যাচ্ছে এই ফোন।ভেরিয়েন্ট গুলো হচ্ছে
*8 GB RAM 128 GB ROM
*8 GB RAM 256 GB ROM
*12 GB RAM 256 GB ROM
Nothing Phone 3A-এর ক্যামেরা সেটআপে রয়েছে উন্নত Sony সেন্সর, যা দিয়ে ডে-লাইট ও লো-লাইট উভয় অবস্থায় চমৎকার ছবি তোলা যায়।
এর মেইন ক্যামেরা 50MP, যার সাথে রয়েছে আল্ট্রা-ওয়াইড লেন্স ভিডিও ও পোর্ট্রেটের জন্য উপযোগী।
AI ফিচার ও OIS (Optical Image Stabilization) থাকায় ছবি ও ভিডিও দুটোই আরও শার্প ও স্টেডি হয়। ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে।এছাড়াও ডুয়েল ব্যান্ড WIFI সাপোর্ট থাকছে। রয়েছে আন্ডার ডিসপ্লে ফিংগারপ্রিন্ট। তার সাথে থাকছে এক্সোমিটার,জাইরো সেন্সর,পক্সিমিটার এবং কম্পাস সেন্সর।
তবে ফোনটিতে দেওয়া হয়েছে মাত্র 5000 mAh এর ব্যাটারি। এটা একটু নেতিবাচক দিক মনে হয়েছে।এটা 6000 বা 7000 mAh হলে খুব ভালো হতো। তবে company বলছে ফোনটিতে ১৯ মিনিটে ৫০% চার্জ করা সম্ভব আর ৫৬ মিনিটে ১০০% করা যায়। সর্বোপরি যদি ভালো খারাপ দিক বিশ্লেষণ করি তাহলে দাড়ায়-
ভালো দিকগুলো:
1. ফোনটা দেখতে একদম আলাদা—পেছনে স্বচ্ছ ডিজাইন, একবার দেখলেই চোখে পড়ে।
2. স্ক্রিনটা একেবারে মসৃণ, ভিডিও দেখা বা ফেসবুক স্ক্রল করা বেশ আরামদায়ক।
3. ক্যামেরায় ছবি তোলে একদম ঝকঝকে, বিশেষ করে আলো ভালো থাকলে দারুণ লাগে।
4. পেছনের লাইট (Glyph) দিয়ে নোটিফিকেশন আর কল চিনে ফেলা যায়—স্টাইলিশ আর কাজে লাগে।
5. ফোনের সফটওয়্যারটা পরিষ্কার, বিজ্ঞাপন নেই, ব্যবহারেও মজা লাগে।
খারাপ দিকগুলো:
1. গেম খেলতে চাইলে মাঝেমধ্যে একটু স্লো লাগতে পারে—পারফরম্যান্স খুব হাই নয়।
2. ফোনটা পানির ভয়ে একটু সাবধানে রাখতে হয়, কারণ পানি বা ধুলার জন্য তেমন সুরক্ষা নেই।
3. সেলফি তেমন ঝকঝকে আসে না, বিশেষ করে অন্ধকারে।
4. চার্জিং দ্রুত হলেও চার্জারটা আলাদা করে কিনতে হয়—বক্সে নেই।
5. আপডেট কতদিন পর্যন্ত দেবে, সেটা নিয়ে এখনো একটু সন্দেহ আছে।