আজকাল প্রায় সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটায়। কাজের ফাঁকে বা অবসরে অনেকেই মোবাইল খুলে ঢুঁ মারেন Instagram(ইনস্টাগ্রাম), ফেসবুক বা ইউটিউবে। এর মধ্যে Instagram(ইনস্টাগ্রাম) রিলস (Reels) দেখা এখন খুবই জনপ্রিয়। ছোট ছোট মজার ভিডিও দেখে সময় কাটাতে ভালোই লাগে। তবে একটার পর একটা রিলস দেখতে হলে বারবার হাত দিয়ে স্ক্রল করতে হয়, যা অনেক সময় বিরক্তিকরও লাগে।
এই সমস্যার সমাধান আনছে Instagram(ইনস্টাগ্রাম)। এখন থেকে আর রিলস দেখতে গিয়ে বারবার আঙুল চালানোর ঝামেলা থাকবে না।
ইনস্টাগ্রামে আসছে নতুন (Auto scroll) ‘অটো স্ক্রল’ ফিচার:
Instagram(ইনস্টাগ্রাম) তাদের নতুন একটি ফিচার নিয়ে এসেছে, যার নাম ‘অটো স্ক্রল’। এই ফিচার চালু করলে আপনি যখন রিলস দেখতে শুরু করবেন, তখন একটার পর একটা রিলস আপনাআপনি চালু হতে থাকবে, আপনাকে আর কিছুই করতে হবে না।
এটা অনেকটা টিভি দেখার মতো একটা ভিডিও শেষ হলে পরেরটা নিজে থেকেই শুরু হবে। এতে আপনি শুধু মোবাইলটা হাতে ধরে বা পাশে রেখে আরামে রিলস দেখতে পারবেন।
কারা ব্যবহার করতে পারছে?
ইনস্টাগ্রাম প্রথমে এই ফিচারটি আইফোন ব্যবহারকারীদের জন্য চালু করেছে। মানে যাদের ফোনে iOS আছে, তারা ইতোমধ্যেই এটি ব্যবহার করতে পারছেন।
তবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের এখনই এই ফিচারটি পাওয়া যাচ্ছে না। কবে নাগাদ অ্যান্ড্রয়েডে আসবে, তা এখনো নিশ্চিত করে বলা হয়নি। তবে আশা করা হচ্ছে খুব শিগগিরই সকলের জন্য উন্মুক্ত হবে।
কীভাবে চালু করবেন ‘অটো স্ক্রল’?
এই ফিচারটি খুব সহজেই চালু করা যায়। নিচে ধাপে ধাপে বলা হলো:
প্রথমে ইনস্টাগ্রাম খুলে যেকোনো একটি রিলস ভিডিও চালু করুন।
তারপর মোবাইল স্ক্রিনের ডানদিকের নিচে থাকা তিনটি ডট (•••) অপশনে চাপ দিন।
সেখানে আপনি ‘Auto Scroll’ নামে একটি অপশন দেখতে পাবেন।
সেটি চালু করলেই আপনার রিলস দেখতে কোনো স্ক্রল করার দরকার হবে না।
এই ফিচার একবার চালু করলেই কাজ শেষ। পরবর্তী রিলসগুলো একটার পর একটা চলতে থাকবে।
ব্যবহারকারীদের সুবিধা কী?
এই ‘অটো স্ক্রল’ ফিচারটি ব্যবহার করে আপনি—
হাত নাড়ানো ছাড়া ভিডিও দেখতে পারবেন
আরামে বসে বা শুয়ে মোবাইল রেখে রিলস উপভোগ করতে পারবেন
চোখের আরাম ও হাতের ব্যথা কমাতে পারবেন
একটানা ভিডিও দেখা যাবে, বিরতি ছাড়াই
যারা প্রতিদিন অনেক রিলস দেখেন, তাদের জন্য এটি দারুণ উপকারি হবে।
ইনস্টাগ্রাম সব সময় চেষ্টা করে নতুন কিছু এনে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ভালো করতে। এই ‘অটো স্ক্রল’ ফিচারটিও ঠিক তেমনই একটি সুবিধা, যা রিলস প্রেমীদের জন্য অনেক সহজ করে দেবে ভিডিও দেখা।
যারা এখনো এই ফিচারটি পাননি, একটু অপেক্ষা করুন। অ্যান্ড্রয়েডেও খুব শিগগির আসছে এই সুবিধা।
এখন থেকে শুধু দেখুন, বিনোদন নিন স্ক্রল করার ঝামেলা ছাড়াই!