Asus Zenbook A14:আজকাল প্রযুক্তি দুনিয়ায় হালকা, স্মার্ট এবং পাওয়ারফুল ল্যাপটপের চাহিদা যেন ক্রমেই বাড়ছে। যারা নিয়মিত বাইরে কাজ করেন, ভ্রমণ করেন কিংবা ঘরে বসে অনলাইন ক্লাস, অফিস বা ফ্রিল্যান্সিং করেন তাদের জন্য হালকা ওজনের, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপযুক্ত এবং শক্তিশালী পারফরম্যান্সের একটি ল্যাপটপ যেন সোনার হরিণ!
জেনে অবাক হবেন ল্যাপটপটির ওজন মাত্র ৯৮০ গ্রাম।অবাক হওয়ারই কথা কেননা বর্তমানে ৯৮০ গ্রাম ওজনেরও একটা ল্যাপটপ যে ম্যাকবুকের সাথে টেক্কা দিতে পারে সেটা সেটা সত্যিই প্রশংসনীয়।
আরেকটি বিস্ময়কর বিষয় হলো এর ব্যাটারি ব্যাকআপ। Asus Zenbook A14 ল্যাপটপে আপনি পাচ্ছেন প্রায় ৩২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ! এটা সত্যিই অভাবনীয়। যেখানে সদ্য লঞ্চ হওয়া Macbook Air M4 ভার্সনের ব্যাটারি ব্যাকআপ ১৮ ঘণ্টা পর্যন্ত, সেখানে Asus Zenbook A14 প্রায় ডাবল টাইম কাজ করতে সক্ষম। একবার চার্জ দিলে আপনি দু’দিনের কাজ অনায়াসে চালাতে পারবেন। ঘন ঘন চার্জ দিতে হবে না—এটাই এর অন্যতম বড় সুবিধা।
সো বুঝতেই পারছেন অলমোস্ট ডাবল ব্যাটারি ব্যাকাপ।সেই সাথে এটার অন্যান্য যে performance আছে সেটাও Macbook এর সাথে টেক্কা দেওয়ার মত।
এতক্ষনে ভাবছেন ল্যাপটপটির নাম কি? ওকে, বলে দিচ্ছি তাহলে
ল্যাপটপটির নাম Asus zenbook A14 এবং এটা Snapdragon এক্স এলিটযুক্ত একটি ল্যাপটপ,যা এখনকার সময়ের অন্যতম শক্তিশালী এবং পাওয়ার-এফিসিয়েন্ট প্রসেসর। এটি অনেকটা মোবাইল প্রসেসরের মত কাজ করে, কিন্তু ল্যাপটপের জন্য অপ্টিমাইজড। ফলে আপনি পাচ্ছেন লো-পাওয়ারে হাই-পারফরম্যান্স। মাল্টিটাস্কিং, ব্রাউজিং, ভিডিও এডিটিং, ডকুমেন্টেশন কিংবা ভিডিও কনফারেন্স—সবকিছুতেই অসাধারণ পারফরম্যান্স দিবে এই ল্যাপটপ।
Asus Zenbook A14 ল্যাপটপের বডি মুলত অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি, যা একে মজবুত ও আরো প্রিমিয়াম লুক দেয়।
এর স্লিম ডিজাইন এবং হালকা ওজন সহজে বহন করা যায়। ল্যাপটপটির মিনিমালিস্টিক লুক এবং ব্রাশড মেটাল ফিনিশ একে আধুনিক করে তুলেছে।
বডির ওপরের ঢাকনায় Asus-এর লোগো এবং Zenbook-এর ডিজাইন দেখা যায়।
ফলে দৈনন্দিন ব্যবহারে ফিঙ্গারপ্রিন্ট বা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা অনেকটাই কম বলে ধরে নেওয়া যায়।
Asus zenbook A14 একটি হালকা ও আধুনিক ল্যাপটপ যা অতি হালকা এবং মোবিলিটি সমৃদ্ধ। আর এতে রয়েছে ১৪ ইঞ্চির Full Hd বা OLED ডিসপ্লে।অর্থাৎ বলাই যায় এটি এর ভিজ্যুয়াল পারফরম্যান্সকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।তাছাড়া এর প্রসেসর হচ্ছে Intel core i5 বা core i7,যা মাল্টি টাস্কিং এর জন্য খুবই ভালো পারফরম্যান্স দেখায়।এতে রয়েছে 8GB বা 16GB RAM এবং দ্রুতগতি সম্পন্ন SSD স্টোরেজ।কীবোর্ড ব্যাকলিট সুবিধাসহ আরামদায়ক টাইপিং অভিজ্ঞতা দেয়।এতে রয়েছে AI Noise-Cancellation মাইক্রোফোন ও স্পিকার, যা ভিডিও কল বা মিটিংয়ের জন্য সুবিধাজনক।এছাড়া ডিভাইসটি পরিবেশবান্ধব ও MIL-STD 810H সামরিক গ্রেড টেস্টেড, তাই এটি টেকসই ও নির্ভরযোগ্য।
Asus Zenbook A14 মুলত তৈরি করা হয়েছে একটি ১৪ ইঞ্চি ১৯২০×১২০০ রেজোলিউশনের ১৬:১০ অ্যাসপেক্ট রেশিওর OLED ডিসপ্লের উপর ভিত্তি করে। এটি একটি উজ্জ্বল ও আকর্ষণীয় ডিসপ্লে, যার উপরের ও নিচের বেজেল কিছুটা মোটা হলেও পাশে তুলনামূলকভাবে সরু। তবে ডিসপ্লেটির রিফ্রেশ রেট মাত্র ৬০ হার্টজ হওয়ায় বোঝা যায়, এটি মূলত সাধারণ ব্যবহারের জন্য তৈরি, গেমিং-এর জন্য নয়।
Asus এটিকে তাদের কনজ্যুমার-কেন্দ্রিক সিরিজের অংশ হিসেবে প্রচার করছে — যদি আপনি ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করতে চান, তাহলে Asus চাইবে আপনি তাদের Expertbook সিরিজ কিনুন। তবুও, ডিজাইনের দিক থেকে এটি বেশিরভাগ অফিস পরিবেশেও মানিয়ে যাবে।
যদিও Macbook-এর ব্র্যান্ড ভ্যালু অনেক, কিন্তু Asus Zenbook A14 তার ফিচার, ব্যাটারি, ওজন ও দাম—সবদিক থেকে সত্যিই একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। ব্যাটারি লাইফ, পারফরম্যান্স ও মোবিলিটির কারণে এটি স্টুডেন্ট, অফিস ইউজার ও ফ্রিল্যান্সারদের জন্য দারুণ উপযোগী। মুলত কিছু সুবিধার জন্য এটি খুব তাড়াতাড়ি মার্কেটে ভালো একটা পজিশন দাড় করাবে বলে মনে হয়।