আপনি কি বাড়ি, দোকান বা অফিসে থাকেন না থাকেন, সব সময় একটা দুশ্চিন্তা মাথায় ঘোরে—সব ঠিক আছে তো? কেউ চুরি করছে না তো? দরজা ঠিকভাবে বন্ধ আছে তো?
এইসব দুশ্চিন্তার খুব সহজ একটা সমাধান এনেছে ফেমাস ভিশন লিমিটেড। তারা বাজারে এনেছে স্মার্ট বাল্ব ক্যামেরা, যেটা দেখতে সাধারণ বাল্বের মতো হলেও, এর ভেতরে লুকিয়ে আছে চমৎকার সব প্রযুক্তি।
এগুলো দিয়ে আপনি মোবাইল থেকেই ঘরের সব কিছু দেখতে পারবেন, কথা বলতে পারবেন, এমনকি এলার্মও পেতে পারেন কোনো ঝামেলা হলে।
তিনটি মডেল, একটাই উদ্দেশ্য—নিরাপত্তা
এই ক্যামেরাগুলোর তিনটি মডেল আছে:
1.FVL-Q16
2.FVL-EQ1
3.FVL-Q26L
তিনটিই খুব সহজে ব্যবহারযোগ্য। এগুলো লাইট হোল্ডারে লাগানো যায়। মানে আপনি যেখানে লাইট ব্যবহার করেন, সেখানেই লাগাতে পারবেন। চাইলে একটা এক্সট্রা হোল্ডার দিয়ে যেকোনো দেয়ালে বা জায়গায় বসাতে পারবেন।
ঘরের সব কোণ দেখা যাবে
FVL-Q16 ও FVL-Q26L – এই দুইটি ক্যামেরা একদিকে লেন্স দিয়ে কাজ করে, কিন্তু তা ৩৬০ ডিগ্রি ঘোরে, ফলে পুরো ঘর দেখা যায়।
FVL-EQ1 হলো ডুয়াল লেন্স ক্যামেরা—একটা লেন্স এক জায়গায় থাকে, আরেকটা ৩৬০ ডিগ্রি ঘোরে। এতে করে আপনি পুরো রুমের সব দিক দেখতে পারবেন, ছোটো রুম হোক বা বড়ো।
ওয়াই-ফাই ছাড়াও চলে
এই ক্যামেরাগুলো ওয়াই-ফাই দিয়ে কাজ করে। তবে যদি রাউটার না থাকে, তাহলেও সমস্যা নেই। এর নিজস্ব হটস্পট আছে। আপনার মোবাইল ও ক্যামেরা যদি কাছাকাছি থাকে, তাহলে ইন্টারনেট ছাড়া কাজ করবে।
ভিডিও, অডিও – সব একসঙ্গে
প্রতিটি ক্যামেরায় রয়েছে:
ফুল এইচডি (1080p) ভিডিও রেজুলিউশন
2.0 মেগাপিক্সেল ক্যামেরা
ডুয়াল অডিও সাপোর্ট
এই ফিচারগুলো দিয়ে আপনি শুধু দেখতে পারবেন না, ক্যামেরার সামনে কেউ থাকলে তার সঙ্গে কথা বলতেও পারবেন।
যেমন ধরুন, আপনার বাসায় কুরিয়ার এসেছে, আপনি অফিসে বসেই ক্যামেরার মাধ্যমে তাকে কথা বলে দরকারি নির্দেশ দিতে পারবেন।
রাতেও দেখা যাবে স্পষ্ট ভিডিও
অনেক ক্যামেরা অন্ধকারে কিছু দেখাতে পারে না। কিন্তু এই স্মার্ট ক্যামেরাগুলোতে রয়েছে নাইট এলইডি লাইট, ফলে আপনি রাতেও সব কিছু স্পষ্ট দেখতে পারবেন, সেটাও রঙিন ভিডিওতে।
স্মার্ট এলার্ম ও মুভমেন্ট ডিটেকশন
ক্যামেরাগুলোর আরও একটি দারুণ সুবিধা হলো মোশন ডিটেকশন। যদি ক্যামেরার সামনে হঠাৎ কেউ আসে বা কিছু নড়ে, তখন ক্যামেরা সাথে সাথে আপনাকে মোবাইলে এলার্ম পাঠাবে। ফলে আপনি দ্রুত ব্যবস্থা নিতে পারবেন।
এই ফিচার চাইলে বন্ধও রাখতে পারবেন।
রেকর্ডিং ও অ্যাপ ব্যবহার
এই ক্যামেরাগুলোতে ৬৪ জিবি থেকে ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ড লাগানো যায়। ভিডিও রেকর্ড হবে, এবং পরে আপনি তা দেখে নিতে পারবেন।
সব ক্যামেরা V380 বা V380 Pro নামে একটি মোবাইল অ্যাপ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। সেই অ্যাপ দিয়েই আপনি লাইভ ভিডিও দেখতে পারবেন, ঘোরাতে পারবেন ক্যামেরা, কথা বলতে পারবেন, বা ভিডিও রেকর্ড চালু করতে পারবেন।
কোথায় পাবেন এই স্মার্ট ক্যামেরা?
ফেমাস ভিশন লিমিটেড সারা বাংলাদেশে এই ক্যামেরা সরবরাহ করে। আপনি চাইলে নিচের যেকোনো মাধ্যম থেকে কিনতে পারেন:
আজকের দিনে নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ। শুধু বড় প্রতিষ্ঠান নয়, সাধারণ বাসা-বাড়ি, দোকান এমনকি অফিসেও এখন নিরাপত্তা দরকার।
স্মার্ট বাল্ব ক্যামেরাগুলো সহজে ব্যবহারযোগ্য, দেখতে সাধারণ বাল্বের মতো, কিন্তু ভিতরে আছে আধুনিক প্রযুক্তি। খুব অল্প দামে আপনি পেয়ে যাচ্ছেন একটি পুরো সিকিউরিটি সিস্টেম, যা আপনার হাতে—আপনার মোবাইলে।
সুতরাং আর দেরি না করে আজই জেনে নিন বিস্তারিত, নিন একটি ক্যামেরা—আর নিশ্চিন্ত থাকুন।