বর্তমান প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) শুধু Chatbot বা সিনেমার কল্পনা নয়, এর সামনে আছে চমকে যাওয়ার মতো বাস্তবতা!
আজ আমরা কথা বলবো Autonomous AI Agent নিয়ে যারা নিজেরাই সিদ্ধান্ত নেয়,যুদ্ধ করে,নজরদারি চালায় এমনকি বিপদ আসার আগেই শণাক্ত করে ফেলতে পারে।
**Autonomous AI Agent মানে কি?
Autonomous AI Agent বলতে এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন System বা Software কে বোঝায় যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই নিজে নিজে সিদ্ধান্ত নিতে ও কাজ করতে পারে।এখানে কিছু সফটওয়্যার ইন্সটল করা থাকে ফলে সেগুলো নিজে নিজে ডিসিশন নিতে পারে অনেকটা human ব্রেইনের মত।
এখন যদি আরও একটু সহজভাবে বলতে চাই…. ধরুন, একজন মানুকে বলা হলো,”ঘরে ঢুকে আলো জ্বালাও।”
সে দেখলো ঘর অন্ধকার, অন্ধকার ঘরে ঢুকে নিজস্ব অনুমানের ভিত্তিতে সুইচ খূঁজে নেয়,এবং আলো জ্বালায়।
একজন Autonomous AI Agent ঠিক এভাবেই নিজে সিদ্ধান্ত নেয়,কোনো মানুষ তাকে ধাপে ধাপে বলে দেয় না।
এখন আপনাদের মনে এমন প্রশ্ন আসতেই পারে যে কোনো instruction ছাড়াই এসব AI agent কীভাবে কাজ করে?
এই উত্তরটি খোঁজার জন্য আমরা Autonomous AI Agent এর কিছু বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখতে পারি।।।
প্রথমেই আমরা যে বৈশিষ্ট্য টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে Perception বা ধারণা তৈরি।
**Perception(ধারণা তৈরি)
AI agent তার চারপাশের পরিবেশ সম্পর্কে ধারণা গঠন করে এবং বুঝে নেয় বর্তমান পরিস্থিতি কি
সহজভাবে বলতে গেলে, একজন মানুষ যেমন চোখ,কান,নাক ব্যবহার করে আশেপাশের পরিবেশ সম্পর্কে ধারণা নেয় তেমনি একজন AI Agent sensor,camera,microphone বা data input ব্যবহার করে পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে।আর এসব তথ্য উপাত্ত নিয়ে সে নিজে নিজেই এনালাইসিস করে।আর এখানেই হিউম্যান ব্রেইনের সাথে এর পার্থক্য।
For Example
1.Self driving Car
Camera দেখে সামনে গাড়ি আছে কি না সেটা বিশ্লেষণ করে।
লিডার সেন্সর দেখে দূরত্ব কত সেটা ক্যালকুলেট করে।
আর GPS থেকে বোঝে কোথায় আছে
সব মিলিয়ে সম্পূর্ণ পরিবেশ সম্পর্কে ধারণা নেয়।
2.Military Surveillance Drone
…রাডার দিয়ে শত্রুর উপস্থিতি বুঝে
…তাপমাত্রা বা শব্দ শণাক্ত করে কোন জায়গায় বিপদ আছে তা নির্ধারণ করে
Perception এর পরেই আসে
**Interpretation….
perception = ধারণা তৈরি (তথ্য দেখা বা শোনা)
Interpretation = ধারণার ভিত্তিতে সেই তথ্যের মানে বোঝা
AI agent এর তার perception বা অনুভব করা তথ্য বিশ্লেষণ করে বুঝে নেয়ার ক্ষমতাকে বলা হয় Interpretation.
For Example
1.Self Driving Car
…Camera দেখলো সামনে লাল আলো জ্বলছে (perception)
…বুঝলো এটা traffic signal,এখানে থামতে হবে (Interpretation)
2.Military surveillance drone
…Perception – সেন্সরে তাপমাত্রা বৃদ্ধি ধরা পড়লো।
…Interpretation – বুঝলো সেখানে মানুষ বা যানবাহন রয়েছে, হয়তো শত্রু।
3.Security AI
…Perception – ক্যামেরা একজন মানুষকে দ্রুত দৌড়াতে দেখলো।
…Interpretation – বুঝলো এটা স্বাভাবিক হাঁটা নয়, সন্দেহজনক আচরণ হতে পারে।
Interpretation এর পর পরই আসে
**Decision Making
Decision Making বলতে একটি Autonomous Agent এর তার পাওয়া তথ্য বিশ্লেষণ করে সর্বোত্তম পদক্ষেপ বেছে নেয়ার ক্ষমতাকে বোঝায়।
perception = কী ঘটেছে,সেটা দেখা।
Interpretation = যা ঘটেছে এবং যা দেখেছে তা বোঝা
Decision Making = এরপর কী করবে সেটা ঠিক করা।
সবশেষে আসে
**Action Execution
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যখন সিদ্ধান্ত নেয় তখন সেই সিদ্ধান্ত অনুসারে বাস্তব জগতে বা ডিজিটাল সিস্টেমে নির্দিষ্ট কাজ সঠিকভাবে এবং কার্যকরভাবে সম্পাদন করাকে Action Execution বলে এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ সবশেষে সঠিক কার্যসম্পাদন ই সত্যিকার ক্ষমতা হিসেবে দেখা হয়।
**সহজভাবে বললে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) কেবল চিন্তা বা সিদ্ধান্ত নিয়ে থেমে থাকে না – কী করবো ঠিক করার পর সেটা করেও দেখায়।
For example
1.Self-driving Car
…Decision – গাড়ি বাঁদিকে ঘুরবে
…Action Execution – স্টিয়ারিং ঘুরানো,স্পিড নিয়ন্ত্রণ।
2.Chatbot
…Decision – ইউজারের প্রশ্নে উত্তর দিতে হবে।
…Action Execution – ভাষায় গঠিত উত্তর পাঠিয়ে দেওয়া।
3.Autonomous Drone
…Decision – লক্ষ্যবস্তুতে নজরদারি চালাবে।
…Action Execution – নিজে উড়ে গিয়ে ক্যামেরা অন করে পর্যবেক্ষণ শুরু করা।
Autonomous AI Agent নিঃসন্দেহে যুগান্তকারী উদ্ভাবন যা মানুষের জীবনকে প্রতিনিয়ত সহজ থেকে সহজতর করে চলেছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে যুদ্ধক্ষেত্রে AI এর ব্যবহার যুদ্ধকেও সহজ করে দিচ্ছে।
AI এভাবে যুদ্ধকে সহজ করে দিতে থাকলে ভবিষ্যতে রাষ্ট্রগুলো সংঘাতে জড়াতে আগ্রহী হয়ে উঠবে।
AI Agent এর মতোই সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্র lethal Autonomous Weapon যদি নিজের সিদ্ধান্তে হত্যা করে,এই দায় কে নিবে?
AI একটি মেশিন হিসেবে নৈতিকতা বুঝতে পারে না। কিন্তু যুদ্ধক্ষেত্র শুধু মাত্র শত্রু আক্রমণ – নজরদারি এসবের মধ্যেই সীমাবদ্ধ নয়…. যুদ্ধক্ষেত্রে দয়া,আত্মসর্পণ গ্রহণ,শিশু ও অসহায়দের রক্ষা করার মতো মানবিক বিষয়গুলোও জড়িত।এআই এখানেই পিছিয়ে আছে,কেননা এআই হিউম্যান ব্রেইনের মত মানবিক নয়।
Autonomous AI কে যুদ্ধের ভবিষ্যত হিসেবে কল্পনা করা যেতেই পারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যদি একজন মানুষের হাতে না থাকে,শুধুমাত্র Autonomous AI এর ব্যবহার হতে পারে একটি ভয়ংকর ঝুঁকি।